আজকের ছাত্র যুবা
আজকের ছাত্র যুবা
✍️ রিন্টু সাহা
অজানা এক যন্ত্রণায় কাতরায় হৃদয়!
রোজ রোজ কষ্ট করে একদিন বেশি বাঁচা,
নাকি মরণের দিকে এগিয়ে চলা?
শক্তিদায়ক সত্তার মৃত্যু ঘটছে মনে।
অবস্থার কিছুতেই পরিবর্তন হয়না জীবনের।
ভাবনা থমকে যায়, এক জায়গায় গিয়ে।
বেরতে চাই, টেনে বের করবেনা আমাদের?
আর ভালো লাগছে না।
আমরা বাঁচতে চাই না!
তোমরা ই বাঁচো, ভালো থাকো তোমরা!
সোনালী ভাবনার স্বপ্নেরা আজ অতীত।
Comments
Post a Comment