আজকের ছাত্র যুবা ✍️ রিন্টু সাহা অজানা এক যন্ত্রণায় কাতরায় হৃদয়! রোজ রোজ কষ্ট করে একদিন বেশি বাঁচা, নাকি মরণের দিকে এগিয়ে চলা? শক্তিদায়ক সত্তার মৃত্যু ঘটছে মনে। অবস্থার কিছুতেই পরিবর্তন হয়না জীবনের। ভাবনা থমকে যায়, এক জায়গায় গিয়ে। বেরতে চাই, টেনে বের করবেনা আমাদের? আর ভালো লাগছে না। আমরা বাঁচতে চাই না! তোমরা ই বাঁচো, ভালো থাকো তোমরা! সোনালী ভাবনার স্বপ্নেরা আজ অতীত।
রোগাক্রান্ত শিক্ষা রিন্টু সাহা "শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি" _ লেনিন কিন্তু শাসক তো বিপ্লব চায় না। কঠোর ভাবে বিপ্লব দমন শাসকের দায়িত্ব, ক্ষমতা টিকানোর জন্য। বিপ্লব এলে হাজার ঝক্কি। তারচেয়ে জনগন কে শিক্ষিত না হতে দেওয়াই শ্রেয়। উপায় কি তবে? কর্ম উপযোগী শিক্ষা হতে বঞ্চিত কর জনমানস কে। সিলেবাস স্বল্প শিক্ষায় ঠাসো। অনুদান ভোগী কর সমাজ। আর সুযোগ পেলেই নানা ভাবে মেলা খেলায় ভুলিয়ে রাখ। রোগ ভোগের বাহানায় বন্ধ রাখো স্কুল কলেজ ইউনিভার্সিটি মহামারী এলে জনগণ কে পরিসেবা দেওয়া যেমন সরকারের কর্তব্য তেমনি এই বাহানায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে যুবসমাজকে অন্ধকারে রাখার মোক্ষম সুযোগও হাতে পাওয়া যায়। এই সুযোগ হাত ছাড়া করবে এমন সরকার কখনো এসেছি কি ইতিহাসে? নানা অছিলায় শিক্ষা বিমুখ কর আগামীর ভবিষ্যত কে। শাসকের পোলাপাইন কখনো দেশে পড়ে শুনেছেন? ওনারা বড়লোক_ আকাশ পথে আনে শিক্ষা। আপনি আমি অনুদান ভোগী অনুগ্রহে জীবিত। কপালে তাই জুটছে ভিক্ষা। কিন্তু এভাবে আর কতদিন চলবে? অন্তরাত্মা আমাদের কি জাগবে না? নিজের তো একূল ওকূল দুই গেল... সন্তানদের কথা কি ভাববেন না? না...
অদৃশ্যের ডাকে ✍️ রিন্টু সাহা প্রেমানুভূতি জাগ্রত হৃদয়ে মস্তিষ্ক জটিল প্রক্রিয়ায় ক্লান্ত মনের ডাকে সাড়া দেওয়া হয়না তাই দৈত্য ভর করে পার্থিব দেহে প্রিয়ার হাতছানি থেকে যায় উপেক্ষাই দিন পেরোয় দিনের খেয়ালে কাঙ্খিত দিন আসবে হয়তো কাল আজ যে বড় আস্তে চলছে সময় এক একটা পল দীর্ঘ, কাটতে না চায় প্রিয়া ওদিকে আশায় অপেক্ষায় শোনাই শুধু অলীক স্বপ্নের গল্প বাস্তবে হয় কাজ ভীষণ ই অল্প মনের বাঁধন হয়তো এভাবেই ঢিলা হয়
Comments
Post a Comment