রোজ

রোজ

✍️ রিন্টু সাহা

দলে দলে গর্ভবতী
জমায়েত দেখি।

প্রসূতি সদনে‌।

হাসপাতাল, 
নার্সিং হোমের
কাউন্টারে স্বামী।

নাম তোলে খাতায়।
পিতা হয়, সার্থক জীবন।

চলে এই সমাগম
বছর ভর।

শতাব্দীর নিত্য দৃশ্য
এই।

জন্ম! 
মানব জন্ম।

প্রবহমাণ গতিধারা,
চিরকালীন সত্য।

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা