অদৃশ্যের ডাকে
অদৃশ্যের ডাকে
✍️ রিন্টু সাহা
প্রেমানুভূতি জাগ্রত হৃদয়ে
মস্তিষ্ক জটিল প্রক্রিয়ায় ক্লান্ত
মনের ডাকে সাড়া দেওয়া হয়না তাই
দৈত্য ভর করে পার্থিব দেহে
প্রিয়ার হাতছানি থেকে যায় উপেক্ষাই
দিন পেরোয় দিনের খেয়ালে
কাঙ্খিত দিন আসবে হয়তো কাল
আজ যে বড় আস্তে চলছে সময়
এক একটা পল দীর্ঘ, কাটতে না চায়
প্রিয়া ওদিকে আশায় অপেক্ষায়
শোনাই শুধু অলীক স্বপ্নের গল্প
বাস্তবে হয় কাজ ভীষণ ই অল্প
মনের বাঁধন হয়তো এভাবেই ঢিলা হয়
Comments
Post a Comment