রোগাক্রান্ত শিক্ষা
রোগাক্রান্ত শিক্ষা
রিন্টু সাহা
"শিক্ষা আনে চেতনা,
চেতনা আনে বিপ্লব,
বিপ্লব আনে মুক্তি" _ লেনিন
কিন্তু শাসক তো বিপ্লব চায় না।
কঠোর ভাবে বিপ্লব দমন শাসকের দায়িত্ব, ক্ষমতা টিকানোর জন্য।
বিপ্লব এলে হাজার ঝক্কি।
তারচেয়ে জনগন কে শিক্ষিত না হতে দেওয়াই শ্রেয়।
উপায় কি তবে?
কর্ম উপযোগী শিক্ষা হতে বঞ্চিত কর জনমানস কে।
সিলেবাস স্বল্প শিক্ষায় ঠাসো।
অনুদান ভোগী কর সমাজ।
আর সুযোগ পেলেই নানা ভাবে মেলা খেলায় ভুলিয়ে রাখ।
রোগ ভোগের বাহানায় বন্ধ রাখো স্কুল কলেজ ইউনিভার্সিটি
মহামারী এলে জনগণ কে পরিসেবা দেওয়া যেমন সরকারের কর্তব্য
তেমনি এই বাহানায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে যুবসমাজকে
অন্ধকারে রাখার মোক্ষম সুযোগও
হাতে পাওয়া যায়।
এই সুযোগ হাত ছাড়া করবে এমন সরকার কখনো এসেছি কি ইতিহাসে?
নানা অছিলায় শিক্ষা বিমুখ কর আগামীর ভবিষ্যত কে।
শাসকের পোলাপাইন কখনো দেশে পড়ে শুনেছেন?
ওনারা বড়লোক_ আকাশ পথে আনে শিক্ষা।
আপনি আমি অনুদান ভোগী অনুগ্রহে জীবিত।
কপালে তাই জুটছে ভিক্ষা।
কিন্তু এভাবে আর কতদিন চলবে?
অন্তরাত্মা আমাদের কি জাগবে না?
নিজের তো একূল ওকূল দুই গেল...
সন্তানদের কথা কি ভাববেন না?
নাকি আপনিও শিক্ষা বুর্জোয়াদের থেকেই শিক্ষা কিনে মানুষ করবেন ছেলেমেয়েদের?
সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ধুঁকছে
আপনি আমি চুপ বলে
ধুঁকুক, আর কি _
চলুন আমি আপনি চপ মুড়ি খাই ...
Comments
Post a Comment