যদি বলতে দিতে
যদি বলতে দিতে
রিন্টু সাহা
আমার কি দোষ ছিল বলো?
কেন আমায় ধর্ষিতা হতে হলো?
আমিও তো সম্মান নিয়ে বাঁচতে চাই _
আমার কি সে অধিকার নাই?
মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ?
কেন করলে আমার জীবন বরবাদ?
আমি তো কোন ক্ষতি করিনি তোমার _
তুমি কেন এমনটি করলে আমার?
এ সমাজে মাথা উঁচু করে বাঁচতে দিলে না _
মানব জনমে এটুকু কি আমার প্রাপ্য ছিল না?
কেন কাউকে ধর্ষিতা হতে হয়?
মেয়েরা কি মা বোন বউ নয় ?
জানিনা তুমি এই অপরাধে পার পেয়ে যাবে কিনা
উপরওয়ালা শুনতে পাবে কিনা ধর্ষিতার কান্না
তবু তোমার উপযুক্ত শাস্তি চাই
আর কিছু চাওয়ার নাই
চাইনা কেউ কখনও ধর্ষিত হোক
সমাজে শুভ বুদ্ধির উদয় ঘটুক
জানি আমার কথা কেউ শুনবে না
আমার ব্যথা কেউ জানবে না
তবুও আমি বলব ভাই
ধর্ষকের মৃত্যু চাই
Comments
Post a Comment