এই সময়ে
এই সময়ে
রিন্টু সাহা
অসুখ চলছে পৃথিবীর, গভীর।
মন বেশ ভারাক্রান্ত, ক্ষতে পূর্ণ শরীর।
কখন কে চলে যায়, বলা বড় দায়।
মানুষ আজ অস্তিত্বের সংকটে, অসহায়।
নদীর জলে ভাসছে মৃত দেহ, নীরব সরকার।
আমাদের বেঁচে থাকা কতটা দরকার?
মরে গেলেই কার কি আসে যায়?
ভোট গেল, আবার আসবে_ নতুন ভোটার বাড়বে
প্রতিশ্রুতির বন্য বইবে, দেশ এগোবে_
বাস্তবতা, বলে অন্য কথা
খাদ্য নেই? এটা তোমার মাথাব্যথা!
হাসপাতালে চিকিৎসা নেই
পর্যাপ্ত বিছানা নেই
অক্সিজেন নেই
টিকার যোগান নেই
জানতাম নাতো, তাই?
তবে, আমাদের নতুন সংসদ ভবন চাই!
কবে এই সময় পেরিয়ে আসবে নতুন ভোর?
আবার খুলব জানালা কপাট আর ঘরের দোর।
Comments
Post a Comment