এবারের নববর্ষ

এবারের নববর্ষ

রিন্টু সাহা

আবার একটি নতুন বছর এলো
পুরনো বছরটির শেষ দিন বিদায় নিয়েছে
পুরনো বছরের কাছে যা কিছু প্রত্যাশা ছিল সবার
জানিনা তার কতটুকু পূরণ হয়েছে
তবে এবারের নববর্ষের কাছে প্রত্যাশা একটাই
হে নববর্ষ সুস্থ করে তোলো পৃথিবীকে
পৃথিবীর এক অসুখ করেছে
ভুক্তভোগী সারা পৃথিবীর মানুষ
সকলে এখন গৃহবন্দী
কাম কাজহীন অচল
দুবেলা খাদ্যের জন্য যাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়
সেই সমস্ত মানুষজন প্রায় অভুক্ত
ত্রাণের উপর নির্ভর করে থাকতে হচ্ছে
এ এক কঠিন সময়ে দাঁড়িয়ে পৃথিবী
এমন সময় হয়তো আগে আর আসেনি
প্রতিটি দেশে সরকারের পক্ষ থেকে
যথাসাধ্য চেষ্টার ক্রটি নেই
তবু এ ব্যাধি যেন থামবার নয়
ঈশ্বরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করি
সুস্থ করে তোল আমাদেরকে
এবারের নতুন বছরের জন্য এই একটিই প্রার্থনা

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা