অতিমারি করোনা
অতিমারি করোনা
রিন্টু সাহা
সারা পৃথিবী মৃত্যুপুরীতে পরিণত
মানুষের হাহাকার চলছে অবিরত
প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে
করোনা নামক অতিমারি থাবা বসিয়েছে
বিশ্বজুড়ে মানুষ এখন গৃহবন্দী
রাষ্ট্রনায়করা খুঁজে চলেছে বাঁচার ফন্দি
তবুও কিছু করা যাচ্ছে না
মৃত্যুর মিছিল থামছে না
ভুবন জুড়ে মানুষ প্রার্থনারত
সবাই চাইছে এই দানব দিন হোক গত
Comments
Post a Comment