ইচ্ছেরা
ইচ্ছেরা
রিন্টু সাহা
একটা সিগারেট ধরানো যাক দাবানলের আগুন দিয়ে
চল সমুদ্রে মাছ ধরি খেপলা জাল নিয়ে
ইচ্ছে হয় সূর্যটাকে সুতা দিয়ে বেঁধে ঘুড়ির মতো ওরাই
তুলি নিয়ে গোধূলির রং পাল্টাতে সাধ জাগে
ছুটির দিনে বৃষ্টির বদলে আকাশ হতে জার্মান বিয়ার পড়লে কেমন হতো
আরও কত শত বিচিত্র ইচ্ছেরা কিলবিল করে মগজে_
ভাবনার পরিসমাপ্তি নেই শুধুই সূচনা মাত্র
এখানেই পরিক্রমণের বিরামহীন পথ চলা
বাতাসে উড়ছে সিগারেটের হালকা নীলাভ ধোঁয়া
মাটিতে মৃত অবশিষ্টাংশ_
Comments
Post a Comment