যুদ্ধ নয়
যুদ্ধ নয়
রিন্টু সাহা
চলো শত্রু নয় বন্ধু হই,
যুদ্ধ নয় শান্তি চাই।
হিংসা বিদ্বেষ ত্যাগ করে,
একে অপরের হাত ধরে,
চলো আমরা এগিয়ে যাই
এতেই সুখ পাব ভাই।
সুন্দর শ্যামল বাসযোগ্য ধরা
যুদ্ধ দিয়ে যায় কি গড়া ?
এসেছে সময়
আর দেরি নয়,
এসো হাতে হাত মেলাই,
শান্তির বাণী ধরণীতে বিলাই।
যুদ্ধ শুধু ধ্বংস আনে
শেষ হয় মান অপমানে।
একা একা এসেছো ভবে
কিন্তু সবাইকে নিয়েই বাঁচতে হবে।
Comments
Post a Comment