সুরের বসন্ত
সুরের বসন্ত
রিন্টু সাহা
সুরের যে আগুন জ্বলছে প্রাণে
বাতাসে ভাসিয়ে দিয়েছি গানে গানে
যে বোঝার সে বুঝবে প্রাণের টানে
বেলা কেটে যাচ্ছে মানে অভিমানে
চলছে সময় আমার ভাটার পানে
জানিনা কবে জোয়ার আসবে উজানে
খুশির হিল্লোল উঠবে তুফানে
আবার বসন্ত ফিরে আসবে জীবনে
Comments
Post a Comment