আমার শহরেও একদিন

আমার শহরেও একদিন
         রিন্টু সাহা

আমার শহরেও একদিন মৃত্যু মিছিল থামবে
সেদিন অঝোর ধারায় শান্তি বৃষ্টি নামবে
দুঃখ-শোক বেদনা সেদিন কমবে
পাড়াপড়শির খুশির হিল্লোল জমবে

আমার শহরেও একদিন মৃত্যু মিছিল থামবে
সেদিন খুশির আনন্দে সকলে বাইরে বের হবে
সব বাধা কেটে যাবে
আবার সবাই উৎসবে মাতবে

আমার শহরেও একদিন মৃত্যু মিছিল থামবে
সেদিন গোলাপ গাছে লাল ফুল ফুটবে
প্রেমিক আবার প্রেমিকার কাছে ছুটবে
জরুরি সেবার কর্মীরা ছুটি কাটাবে

আমার শহরেও একদিন মৃত্যু মিছিল থামবে
জানিনা সে দিন টি আসবে কবে
তা দেখার জন্য আমি রবো কিনা ভবে
তবে আমার শহরেও একদিন মৃত্যু মিছিল থামবে

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা