নেশায় আছি
নেশায় আছি
রিন্টু সাহা
আমি তীব্রভাবে নেশায় আছি
ভীষণ নেশার ঘোরে
মাথা ভার হয়ে আছে
ভনভন করে ঘুরছে
কিসের এত নেশা?
মদিরা?
মাদক?
সেসব তো আছেই _
সুগভীর নেশায় ডুবে
তীব্রভাবে নেশায় আছি
তোমার নেশায় মত্ত আমি
দুচোখ ভরা স্বপ্ন হাজার
কেরিয়ারের নেশা তো আছেই
জানি পৃথিবীর গভীর অসুখ এখন
তবু আমি নেশায় মত্ত
তোমার জন্য উন্মত্ত
Comments
Post a Comment