চল আবার

চল আবার

রিন্টু সাহা

ভেঙে ফেলার চেষ্টা করেছি কতশতবার
দেশকালের বেড়া কাঁটাতার
মশাল জ্বালিয়ে
নিশান উড়িয়ে
হেঁটেছি মিছিলে
অতৃপ্ত হৃদয়ে
যুবা বৃদ্ধার দল
তুমি ওরে সখা, কি করতে পেরেছি বল?
চাইনি মানতে
চেয়েছি হানতে
প্রচলিত সভ্যতার কল
কি হয়েছে ফলাফল?
চলছিল যেমন
এখনো চলছে তেমন
সমাজের সলতে বাতি
আজো কাটেনি কালরাত্রি
ঘোচাতে এ আঁধার
ঘুরেছি বনবাদাড়
ঝরেছে রক্ত
মরেছে জোয়ান শক্তপোক্ত
আসেনি সেই ভোর
হায় রে! তবুও আর একবার জ্বালা আগুন
বুকে তোর
পুড়ুক দেহ, বাঁচিয়ে রাখ মন
চল লড়াই করি আবার মোরা
ছিনিয়ে আনি অদৃশ্য শান্তির তোড়া
থামতে নেই আমাদের রে
যে আছি যেখানে
দেখা হবেই নতুন ভোরে
মোদের সেখানে।

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা