কাঁটাতার প্রহরী

কাঁটাতার প্রহরী

রিন্টু সাহা

জ্বালিয়ে চিতা পুড়িয়ে মাতা এগিয়ে এসেছি সন্মুখপানে
পিছুটান হীন জীবন কাটছে, ঘরে ফিরব কিসের টানে ?
বইছে জোয়ার আসছে ভাটা নদীর ঘাট উজানে
সময় ধারা বয়েই চলে চিরকাল নিয়ম মেনে
একলা একা ভাবনা বোকা খুজে চলা জীবনের মানে
চলছি তবে থেমে নেই, জানিনা কিসের সন্ধানে
উড়িয়ে ধ্বজা জয়ের পতাকা নিয়ে ফিরবো সসন্মানে
মরি মরবো, লড়ে যাব, দেশের জন্য আত্মদানে
কেউ না জানুক এ মন জানে এই আত্মা ভালোবাসতে জানে
সবার মত আমাদেরও ভারতমাতা হৃদয়টানে

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা