শিক্ষা সংকট

শিক্ষা সংকট

রিন্টু সাহা

জীবন্ত জীবাশ্মোরা ঘুরছে শহরের রাস্তায় রাস্তায়
দাবী আদায়ে, অর্জিত চাকরির জন্য ধর্ণায়_
সরকার ক্ষুধার্ত কুকুরের ন্যায় চাকরিপ্রার্থী দেখলেই পুলিশ লেলায়
শিক্ষিত যুবক যুবতীদের ওদের বড় ভয়
গণতান্ত্রিক দেশে এটা চরম অন্যায়

রাজনীতি পরিনত নীতিহীন ক্ষমতা লোভীদের আখরায়
সমাজের অগ্রগতির জন্য যা বড় অন্তরায়

শিক্ষা নিয়ে নেমেছে বেসরকারি বুর্জোয়ারা ব্যবসায়
গরীবের নাগালের বাইরে শিক্ষা, দেশ পিছোয়
সমাজের কঙ্কালসার ক্রমশ প্রকাশ পায়
এই অসাম্য দূর করতে কে পথে নামবে এই সময়?

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা