এবার ভাবতেই হবে

এবার ভাবতেই হবে

রিন্টু সাহা

কল্পনা কাব্য ভাষা হারায়
ভিখারি যখন দরজায় দাঁড়ায়
কেন এত অসহায় কেউ কেউ ?
কেন সমাজে অসাম্যের ঢেউ ?
প্রশ্ন উঁকি দেয় মনে_
লড়াই, বেঁচে থাকার প্রহসনে!
আপনি আমি ভালোই আছি
অল্প আঁচে হাত সেঁকছি
শীতের আলসেমির মজা নিচ্ছি
গরম গরম পিঠাপুলি খাচ্ছি
উৎসব, চারিদিকে আহ্লাদের আয়োজন
এরচেয়ে বেশি আরকি প্রয়োজন?
নিজের ভাবনায় মসগুল সব
অভাবীর জন্য বন্ধ কলরব
একদিন আমরাই বিদ্রোহ করেছিলাম
সেসব অতীত কেন ভুলেগেলাম?
কে আমাদের ভুলিয়ে রাখছে ?
কে আত্মমগ্ন করে রেখেছে ?
একবারো ভাবতে নেই নাকি ?
জীবনটা এমনিই দেব ফাঁকি ?

অনুদান ভিখারি বানিয়েছে স্বভাবকে
চেষ্টা বিমুখ বাড়িয়েছে অভাবকে

একদিন  আপনিও ভিখারি হলে
পারবেন খেতে ঝোলে অম্বলে ?

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা