মনের গতিপথ
মনের গতিপথ
রিন্টু সাহা
স্মৃতিপটে ধূলো জমে
এগোতে থাকে সময়
পেরিয়ে মাঠ প্রান্তর
ঘূর্ণিপাকে বন্দী মন
একসাথে কত হুল্লোর
রঙিন স্বপ্নের দিন
দ্রুত কবে কেটে গেছে
জানতে পারেনি মন
বাস্তবের জমি চষতে
এক অন্য অধ্যায়ে
পৌঁছে এখন দিশেহারা
দায়িত্বে ক্লান্ত মন
সামান্যে অবিশ্বাসী ছিল
চঞ্চলতা এক সময়
আজ সেসব কোথায়
বুঝদার এখন পরিনত মন
স্বপ্নেরা কি হারায়
নাকি পাল্টে পাল্টে যায়
উত্তর খোঁজে সারাক্ষণ
অনুসন্ধিৎসু চতুর মন
আরো অনেক পথ বাকি
পেরোতে হবে হাজার বছর
মহাকালের স্রোতে ভাসতে
প্রস্তুতিতে ব্যাপ্ত মন
Comments
Post a Comment