শিক্ষিত বেকারের খেদোক্তি
শিক্ষিত বেকারের খেদোক্তি
রিন্টু সাহা
দু’চোখ ভরা সুদিনের স্বপ্ন নিয়ে
রাতে বালিশে মুখ গুজে কাঁদে
বাংলার যুবক যুবতীরা আজ
ডিগ্রির বোঝা বহন অসহ্য লাগে
আয়নায় নিজের মুখের দিকে তাকাতে ভয় করে ওদের
বাড়িতে ,পাড়ায় অপমানিত হতে হয় পদে পদে
স্বপ্নের জোর বুকে নিয়ে তাও আরো একটি দিন পেরোয়
এভাবেই মাস কাটে, বছর ঘোরে
ওদের ভাগ্যের চাকা ঘোরে না
জীবন থেকে সোনালী সময় হারিয়ে যায়
বন্ধু বান্ধব হারিয়ে যায় একে একে
প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্য কোথাও
কারো মা মারা যায়
কারো বাবা কে হারাতে হয়
পৃথিবীর কঠিন বাস্তবতায় দিশাহীন হয়ে পরে
কেও কেও নিজে আত্মহত্যা করে
সবাই সেপথে যেতে পারে না
অপমান কে নিত্য সাথী করে বাঁচছে
বাংলার, দেশের আগামীর পিতা মাতারা _
যেভাবে সময় চলছে
অনেকেরই বিয়ে করা হবে না এ জীবনে
একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে
পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও গভীর অন্ধকারে
কোনো হেলদোল নেই সরকারের
শিক্ষার এমন অবমূল্যায়ন কখনো হয়েছে কিনা আগে সেটাই গবেষণার বিষয়
এদিকে গবেষণা করা ছাত্রটিও শশ্মানে ডোমের চাকরি করছে
যোগত্যার মাপকাঠিতে কেউ ই ঠিক জায়গায় নেই আজকে রাজ্যে তথা দেশে
শিক্ষিতরা প্রাপ্য চাকরির দাবিতে রাস্তায় ধর্নায়
আর অশিক্ষিত অপগন্ডের দল দেশ চালাচ্ছে
লজ্জায় মরে যেতে মন চায়
তবুও আর একটা দিন বাঁচতে হয় বাঁচার আশায়
Comments
Post a Comment