খেয়ে পড়ে বাঁচাতে দাও

খেয়ে পড়ে বাঁচাতে দাও

     রিন্টু সাহা


তোমার ঘরে খাবারের অভাব নাই
তাই তুমি দাও রোগের দোহাই
লক ডাউন তোমার চাই
জমানো টাকা ভেঙে খাবে
কয়েক বছর চলে যাবে

সবার এমন লাক্সারি নাই
রোজের আয় রোজ করে খাই
একদিন কাজ বন্ধ থাকলে পরে
খেতে হয় টাকা ধার করে

নুন আনতে যাদের পান্তা ফুরায়
তারা রোগ কে থোড়াই ডরায়
তোমার জীবন অনেক দামি
চোখে চশমা পরো বাদামী
রঙিন স্বপ্ন তোমার মানায়
কৌটোর সুখাদ্য খায়না আমার ছানায়
ওরা একটু ভাতেই খুশি
এরচেয়ে চায় না বেশি
এইটুকু জোগাড় করতে দাও
লক ডাউন তুলে নাও

আমরা পারিনা ফোনে পড়া
আমরা যে জ্যান্ত মরা
স্কুলগুলো খুলে দাও
কেন আমাদের মারতে চাও?
আমার শিশুও দেশের রত্ন
ওদেরকেও করো যত্ন
শৈশব কেড়ে নিও না
কেন এত ছলনা ?

একটা কথা শুনে নাও
বাঁচার অধিকার দাও
গিনিপিগ করে যারে রাখবে,
একদিন সেই তোমার ক্ষমতা কাড়বে_
হুঁশিয়ার, হও সাবধান!
ধুলোয় লুটিয়ো না নিজের সন্মান।

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা