আমার ভাল্লাগে না!
আমার ভাল্লাগে না!
রিন্টু সাহা
হ্যা! বন্ধু আপনাকেই বলছি,
আপনি কি জীবন নিয়ে চূড়ান্ত অখুশি?
প্রচন্ড অশান্তি সারাদিন মন জুড়ে?
কোন কিছুই ভাল্লাগে না?
কি করলে ভালো লাগবে?
সমাধান অধরা মরীচিকার মত_
এদিকে আপনার ঘুম, খিদে ঠিকই আছে
শুধু মন নিয়েই ফাঁপরে
এক কথায় লাইফে কিক নেই আপনার
একটা কাজ করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে_
একটা গোটা দিন ধার্য করুন এই কাজে
সকাল সকাল নেয়ে খেয়ে নিন
মাঞ্জা মেরে চুল আঁচরে
ভালো জামা কাপড় পরে
পারফিউম, বডি স্প্রে নিন গায়ে পোশাকে
ব্যাস এবার বেড়োন বাড়ি থেকে
কাছাকাছি দু'একটা বড় সরকারি হাসপাতালে ঘুড়ুন
দু তিন ঘণ্টা থাকুন, ভালো করে দেখুন সবকিছু _
চাইলে কয়েকজনের সাথে কথাও বলতে পারেন
শুনতে পারেন তাদের সমস্যার কথা
এবার নিশ্চয়ই খিদে পেয়েছে আপনার?
সামনেই অনেক হোটেল পাবেন
জম্পেশ করে খেয়ে নিন যা মন চায়
খেয়ে উঠে সিগারেট এ সুখ টান দিন।
প্রথম পর্ব শেষ।
এবার যেতে হবে
কাছাকাছি কোন এক শশ্মানে
ট্রেন অটো বাস টোটো যা খুশি তে চাপুন
আপনি বাড়ি থেকে বাইকে বা নিজের গাড়িতে বেরলো তো কথাই নেই
শশ্মানে এলেন এবার আপনি
আপনার কোন পরিচিত বন্ধু বা আত্মীয় স্বজন কেউ মারা যান নি
তবু আপনি এলেন শশ্মানে
কয়েক ঘন্টা থাকুন
ভালো মত লক্ষ্য করুন
সবকিছু
দেখুন শশ্মান যাত্রী ও মৃতদেহের শায়িত অবস্থা
শুনুন স্বজনহারা মানুষের আর্তনাদ
সবকিছু দেখতে দেখতে নদীর জলে তাঁকিয়ে থাকুন কিছুক্ষণ
জ্বালান সিগারেট আবার
অবশ্য ইতিমধ্যে কয়েকটি সিগারেট আপনি শেষ করেছেন অভ্যাস বশত
সন্ধ্যা হয়ে এলো নাকি?
এবার তো বাড়ি ফিরতে হবে।
যান বাড়ি ফিরে যান।
বাড়ি এসে স্নান সেরে খেয়ে দেয়ে
এবার বিছানায়
কি? ক্লান্ত লাগছে?
স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন না অস্বস্তিতে ?
এবার বিছানায় শুয়ে শুয়ে সারাদিন কি কি করেছেন ভাবুন
কি কি দেখলেন ভাবুন
যাদের সাথে কথা বলেছেন তাদের কথাগুলো ভাবুন
অবশ্য যদি কথা বলে থাকেন
শেষ অধ্যায় এবার _
আপনার তো ভাল্লাগে না রোগ ছিল
সারাদিন এর কর্মকান্ডের পর এবার
আপনার রোগ কি সারলো?
নাকি এখনো ভাল্লাগছেনা নিজের জীবন কে?
যদি এখনো আপনার নিজের অবস্থানকে ভালো না লাগে
আপনার কোন দোষ নেই তাতে
বিধাতাই হয়তো আপনাকে স্বল্প সময়ে তৈরি করে পাঠিয়েছিল পৃথিবীর বুকে
তাই এই খুদ রয়েছে আপনার।
আপনার কোন দোষ নেই,
চিল! বেবি চিল!
Comments
Post a Comment