স্বপ্নের জগতে গত রাতে

স্বপ্নের জগতে গত রাতে

    রিন্টু সাহা


গতকাল রাতে একটা স্বপ্ন দেখছিলাম
স্বপ্নের মধ্যে দেখি বিছানায় শুয়ে আছি
আর স্বপ্ন দেখছি
সেই স্বপ্নের সবকিছু মনে নেই পুরোপুরি
আবছা কিছু কিছু মনে আছে

দেখছি পৃথিবীর তাবড় তাবড় দেশ নেতারা
নিজেদের মধ্যে আলোচনা করছে
এক গোপন ভিডিও কল বৈঠকে_
কিভাবে ক্ষমতা আরো দীর্ঘায়িত করা যায়,
নিজেদের সুরক্ষা আরো আঁটোসাঁটো করার ফন্দিফিকির করছে

একটু আড়মোড়া ভেঙে শুতে গিয়ে
দৃশ্য পাল্টে গেল
এখন দেখছি
সমস্ত বড় বড় শিল্পপতি বৈঠকে বসে
বাজার দখল, কার শেয়ার কত থাকবে
গভীর ভাবনায় নকশা আঁকছে
তাদের সহযোগী কিসব লিখছে ল্যাপটপে
আর পাওয়ার পয়েন্ট এ দেখাচ্ছে আগামী প্রজেক্ট

এসব গোপন বিষয় এ সাধারণের প্রবেশ নিষেধ
কিভাবে ঢুকে পরেছি জানিনা
ঘেমে নেয়ে যাচ্ছি, গরম লাগছে ভরা শীতে
মশা কামড়েছে কিনা জানিনা
তবে পাশ ফিরে শুই আবার

অন্য দৃশ্যে এসে পরি
দেখি দেশের শাসক ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ
হাঁসি ঠাট্টা করছে একসাথে
কে কতটা ভাঁওতাবাজি দিয়ে বোকা বানিয়ে রাখতে পারছে জনগণকে
সেই নিয়ে খিল্লি উড়াচ্ছে
আর দেদার খাওয়া দাওয়া
অনেক ধোঁয়া উড়ছিল 
তাই সব ভালো মত দেখতে পাইনি

এবার একা একাই দৃশ্য বদলে গেল
একই রকম শুয়ে আছি
দেখছি
এক নতুন রোগ ছড়িয়ে পরেছে
এক দেশ, অন্য দেশ করে সারা বিশ্বে
বিশ্ববাসীর ঘুম উড়ে গেছে
সবাই চিন্তিত, উদ্বিগ্ন
টিভিতে লাগাতার নানা খবর পড়ে চলেছে সুন্দরী সাংবাদিক
সচেতনতার প্রচার করছে থেকে থেকে
বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি গড়ছে নানা দেশ
বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত সব
এবং এই রোগ কে ঘিরে মানুষের মনে যে ভয় জন্মেছে
সেই ভয়কে কাজে লাগিয়ে কিভাবে মুনাফা লোটা যায়
সেই ভাবনা চিন্তার নীল নকশাও তৈরি করছে 
সারা পৃথিবীর একদল ধান্দাবাজ ব্যবসায়ী।

মানুষ জন অদ্ভুত এক ছোট কাপড়ে নাক মুখ ঢেকে ঘুরছে সবসময়

মাইকে পুলিশ কি সব প্রচার করছে
আর একদল সারাদিন  ক্যামেরা নিয়ে ঘুড়ছে
কথা বলছে বিভিন্ন  লোকের সাথে
আর ছবি তুলছে, ভিডিও করছে

দেখছি ভোটের মিছিলে অগুনতি লোকের সারী 
দেখছি বাজার উপচে পড়ছে কেনাকাটায়
উৎসবে সামিল লক্ষ কোটি মানুষ
সারা পৃথিবীতে
দেখছি একটা বস্তিতে আগুন জ্বলছে জ্বলজ্বল করে

ঘামছি আমি, মাথা ভার হয়ে যাচ্ছে

একটি শীতের রাতে ফুটপাতে পাতলা ছেঁড়া জামা পরে বসে আছে এক শিশু
পাশ দিয়ে হুঁস করে একটি গাড়িতে
মদ্যপান করতে করতে একদল লোক হইহুল্লোড়ে মেতে চলে গেল
কিছুটা দূরে ল্যামপোস্টের নিচে
এক মহিলা কাঠের উনুনে ভাত ফোটাচ্ছে

একটি লোক পেপার পড়ে শোনাচ্ছে তার বৌকে
দেখেছো তো
প্রধানমন্ত্রী কিন্তু পাঁচ হাজার কৃষকের মৃত্যুর দায় নিল না,
তুমি আবার অ্যাবরশান এর দায় আমার উপর চাপিওনা কিন্তু_


এসব কি দেখছি
হাবিজাবি
আর ঘামছি এতখন ধরে
ঝাকুনি দিয়ে হুটকরে
ঘুম ভেঙে গেল
টেবিল থেকে বোতল নিয়ে জল খেলাম
মাথার চুলে একটু হাত বুলিয়ে আবার শুয়ে পরলাম

এখন আর কিছুই দেখছি না

কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুমিয়ে আছি
ঘুম কখনোই ভাঙেনি আমার
জলও খাইনি আমি
ঘাম নেই একফোঁটাও গায়ে
লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছি

সকাল বেলা রাস্তায় মাছয়ালার চিৎকারে ঘুম ভাঙে
ফোনে নেট অন করি
ফেইসবুকে ঢুকে দেখি আবার এক ব্লগার খুন

সারাদিন কি সব ভাবতে ভাবতে দুপুরে লিখছি এই লেখাটি
ভাবছি এসব লেখা ঠিক হচ্ছে কিনা
না লিখেও থাকতে পারলাম না
অদ্ভুত এক স্বপ্ন ও কল্পনা জগৎ ভর করেছিল মাথায়

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা