বিপ্লবের হাতে গোলাপ

বিপ্লবের হাতে গোলাপ

✍️ রিন্টু সাহা

তোমার যত প্রেম, ক্ষমতা প্রর্দশনে--
বন্দুক উঁচিয়ে; দখল নাও সময় জমি,
কর্তৃত্ব ফলাতে চাও, যখন তখন শরীরে_
লেপ্টে দিতে চাও; ক্ষত, তোমার পতাকার।
বাগে না পেলে; পেটাও, রাস্তায় ফেলে--
জলকামান; টিয়ার গ্যাসে দমাও বিপ্লব।
আইনের কৌশলে তোল ; পুলিশ ভ্যানে ...

ধরে ফেলেছি; তোমার নকশা, মুখোশ_
জবাব তোমায় দিতেই পারি, তোমার ভাষায়...
সময় এলে ঠিক ই দেব, তবে আজ নয়!
আজ ভাসাব তোমায় ; কেবল, শুভেচ্ছায়!
বন্দুক তোমার থাক; আমার হাতে শুধু - গোলাপ...

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা