কবিতার ন্যাকামি
কবিতার ন্যাকামি
✍️ রিন্টু সাহা
কবিতা ফবিতা সব ই তা
শালা লাথি মেরে চলে যাব
অনেক হয়েছে
প্যানপ্যান ন্যাকামি
আর নয় এসব
এতে আসলে হয়নি
হয়না কিছুই
যেমন হয়না রোজগার
গতর না খাটালে এক টাকাও
তেমনি ইন্টেলেকচুয়াল ভাওয়ালের শালা
ফরফর করে শব্দ ই বের হয় শব পোড়ে না
আগুন না জ্বালালে
দুর্ভিক্ষ জিইয়ে রাখে সরকার
তুমি আমি খিদে তে ছটফটালে
তবেই ওদের পতাকা উড়বে
যেনে গেছে কবেই
তাই সবেই মাতব্বরি
তোমার দরকার একটা চাকরি
হবে না বস দেবেনা যেনে নাও
রাস্তায় যত ই মশার কামড়ে রাত কাটাও
বিপ্লব দরকার তারচেয়ে বেশি তরকারি
রেশন পাও মাগনা আর কি বেশি দরকারি
যাও যাও সব গোটাও
চিল্লিয়ে যত ই গলা ফাটাও
চিড়ে ভিজবে না ওতে
লড়ো মর বেঁচে থাক কোন মতে
কবিতা ফবিতা লিখে বা পড়ে
সময় নষ্ট পাতা ফাতা ছিঁড়ে ফেল জঞ্জাল স্তুপে
যা হচ্ছে হয় যা মেনে নাও
নইলে অদৃশ্য ইশারা
ডাস্টবিন বা ঝোপঝাড় এ পাবে খুঁজে
নিজের প্রাণহীন দেহ
নিভবে আরো একটি আগুন
জানবে না কেহ
Comments
Post a Comment