যুদ্ধবাজ তোমায় প্রশ্ন করি

যুদ্ধবাজ তোমায় প্রশ্ন করি

✍️ রিন্টু সাহা

আদি অনন্তকাল ধরে
এই প্রশ্ন ই বাতাসে ঘোরের

সময় কে শুনতে হয়
নইলে ধ্বংস ই শেষ আশ্রয়

চলন থেমে যায় 
সময় পেরোয়
ধ্বংসস্তূপে ফুল গজায়

শতাব্দী অতিক্রান্ত হয়
বিভীষিকা রয়
 ইতিহাস পাতায়

ও সর্বশক্তিমান! তুমি শুনতে কি পাও?
মানবতার বন্ধু হলে, এক্ষুণি যুদ্ধ থামাও...

Comments

Popular posts from this blog

প্রেমের বিষ