প্রাণে সুরের টানে
প্রাণে সুরের টানে
✍️ রিন্টু সাহা
১
কোন সুদূরের ভেসে আসা সুর
বাজে আমার প্রাণের মাঝে
মন লাগে না কোন কাজে
উদাসী হাওয়ার পালে হারিয়ে যাই
জানি না কেমন যেন শান্তি পাই
আমায় নিয়ে যায় দূর বহুদূর
২
সারাদিন জুড়ে এই খেলা চলে
দিন গড়ায় বিনা কাজে অবহেলে
কোন এক মহালগ্নের অপেক্ষায় হৃদয়
বহুদিন আগেই ঘটেছে প্রিয়জন বিদায়
আজও অন্তরে এত কিসের জ্বালা!
সুরের বিষে কেন হিয়া ফালাফালা?
৩
তবু ঐ সুরের দোলায় নেচে উঠি
সম্পর্কের বাঁধন কবেই গেছে টুটি
প্রেমকে দিয়েছি আজ সম্পূর্ণ ছুটি
জোগাড় শুধু ব্যস্ততায় রুজিরুটি
নিজেকে ভালোবেসে তাই স্বপ্ন লুটি
জগতে রেখে যাব ভাবনা, খুনসুটি
Comments
Post a Comment