কিসের ইশারা?

কিসের ইশারা?

✍️ রিন্টু সাহা

শিরা উপশিরা গুলি অস্তিত্ব জানান দেয়
ভিতর থেকে ক্রমশ শরীর জুড়ে
অস্বস্তির ঢেউ খেলে যায় সমুদ্রের ন্যায়
বেহিসেবী চলন বলনে স্নায়ুর কমে কর্মক্ষমতা
দেহঘড়ির সময় বদলায় যাচ্ছেতাই ভাবে
জীবনবায়ু ফুরিয়ে এলে বুঝি এমন হয়?
কোন ইশারার টানে চলা কে জানে!

প্রতিশ্রুতির পালাবদল ঘটেছে বারবার
কেউ আমাকে তো আমিও কাউকে কাঁদিয়েছি
হাসাইনি একেবারেই এমনটিও কিন্তু নয়!

অন্তর আত্মা শরীর জুড়ে চিহ্নিত অবক্ষয়
সময় বেশি নেই আর এমন ই মনে হয়

অতৃপ্তি রয়ে যায় কতকিছু ই, এক জনমে অপূর্ণ ই রয়
জীবন বোধহয় এই নিয়েই চলে, শুধু জয় আর পরাজয়

শান্তিতে শুয়ে শুয়ে তৃপ্তি নিয়ে ক’জনের মৃত্যু হয়!
মৃত্যুর কোলে ঢুলে অবশ শরীর নিয়ে জীবন ফুরায়
তবু বেঁচে থাকার  আকুল আর্তি কোনদিন কি ভোলা যায়?

সেপথে ই পাড়ি দিতে একদিন একদিন করে সময় পেরোয়--

Comments

Popular posts from this blog

প্রেমের বিষ