প্রেমের বিষ

প্রেমের বিষ

✍️ রিন্টু সাহা


প্রেম বিলোতে গিয়ে আসলে
বিষ ই ঢেলেছি আপন জনে
এমন কথাই উঁকি মারে মনের কোণে
বুঝতে পারছি না কি ভুল ছিল!
সমস্যা হয়তো কৌশলে
তাই প্রেম ব্যথা হয়ে ফিরে এল


প্রতিদান চাইনি কিছু
খুশি দিতে চেয়েছি
হিসেবে রাখিনি কি পেয়েছি
জানি দিতেও পারিনি তেমন
চেয়েছিল যেমন যেমন
নীরব বেদনায় রাখছি মাথা নিচু


উদারতায় কমতি খুঁজে যাই
ঘটনা পরম্পরায় নিজেকে দেখি
আপন মনের ভাবনা লেখি
দেহ মনের সাজানো খেলনা
কেউ ই এখানে নয় ফেলনা
আত্ম অনুসন্ধানে উত্তর পাই

Comments

Popular posts from this blog

আজকের ছাত্র যুবা