প্রেমের বিষ
প্রেমের বিষ
✍️ রিন্টু সাহা
১
প্রেম বিলোতে গিয়ে আসলে
বিষ ই ঢেলেছি আপন জনে
এমন কথাই উঁকি মারে মনের কোণে
বুঝতে পারছি না কি ভুল ছিল!
সমস্যা হয়তো কৌশলে
তাই প্রেম ব্যথা হয়ে ফিরে এল
২
প্রতিদান চাইনি কিছু
খুশি দিতে চেয়েছি
হিসেবে রাখিনি কি পেয়েছি
জানি দিতেও পারিনি তেমন
চেয়েছিল যেমন যেমন
নীরব বেদনায় রাখছি মাথা নিচু
৩
উদারতায় কমতি খুঁজে যাই
ঘটনা পরম্পরায় নিজেকে দেখি
আপন মনের ভাবনা লেখি
দেহ মনের সাজানো খেলনা
কেউ ই এখানে নয় ফেলনা
আত্ম অনুসন্ধানে উত্তর পাই
Comments
Post a Comment