Posts

আজকের ছাত্র যুবা

আজকের ছাত্র যুবা ✍️ রিন্টু সাহা অজানা এক যন্ত্রণায় কাতরায় হৃদয়! রোজ রোজ কষ্ট করে একদিন বেশি বাঁচা, নাকি মরণের দিকে এগিয়ে চলা? শক্তিদায়ক সত্তার মৃত্যু ঘটছে মনে। অবস্থার কিছুতেই পরিবর্তন হয়না জীবনের। ভাবনা থমকে যায়, এক জায়গায় গিয়ে। বেরতে চাই, টেনে বের করবেনা আমাদের? আর ভালো লাগছে না। আমরা বাঁচতে চাই না! তোমরা ই বাঁচো, ভালো থাকো তোমরা! সোনালী ভাবনার স্বপ্নেরা আজ অতীত।

রোজ

রোজ ✍️ রিন্টু সাহা দলে দলে গর্ভবতী জমায়েত দেখি। প্রসূতি সদনে‌। হাসপাতাল,  নার্সিং হোমের কাউন্টারে স্বামী। নাম তোলে খাতায়। পিতা হয়, সার্থক জীবন। চলে এই সমাগম বছর ভর। শতাব্দীর নিত্য দৃশ্য এই। জন্ম!  মানব জন্ম। প্রবহমাণ গতিধারা, চিরকালীন সত্য।

প্রাণে সুরের টানে

প্রাণে সুরের টানে ✍️ রিন্টু সাহা ১ কোন সুদূরের ভেসে আসা সুর বাজে আমার প্রাণের মাঝে মন লাগে না কোন কাজে উদাসী হাওয়ার পালে হারিয়ে যাই জানি না কেমন যেন শান্তি পাই আমায় নিয়ে যায় দূর বহুদূর ২ সারাদিন জুড়ে এই খেলা চলে দিন গড়ায় বিনা কাজে অবহেলে কোন এক মহালগ্নের অপেক্ষায় হৃদয় বহুদিন আগেই ঘটেছে প্রিয়জন বিদায় আজও অন্তরে এত কিসের জ্বালা! সুরের বিষে কেন হিয়া ফালাফালা? ৩ তবু ঐ সুরের দোলায় নেচে উঠি সম্পর্কের বাঁধন কবেই গেছে টুটি প্রেমকে দিয়েছি আজ সম্পূর্ণ ছুটি জোগাড় শুধু ব্যস্ততায় রুজিরুটি নিজেকে ভালোবেসে তাই স্বপ্ন লুটি জগতে রেখে যাব ভাবনা, খুনসুটি

প্রেমের বিষ

প্রেমের বিষ ✍️ রিন্টু সাহা ১ প্রেম বিলোতে গিয়ে আসলে বিষ ই ঢেলেছি আপন জনে এমন কথাই উঁকি মারে মনের কোণে বুঝতে পারছি না কি ভুল ছিল! সমস্যা হয়তো কৌশলে তাই প্রেম ব্যথা হয়ে ফিরে এল ২ প্রতিদান চাইনি কিছু খুশি দিতে চেয়েছি হিসেবে রাখিনি কি পেয়েছি জানি দিতেও পারিনি তেমন চেয়েছিল যেমন যেমন নীরব বেদনায় রাখছি মাথা নিচু ৩ উদারতায় কমতি খুঁজে যাই ঘটনা পরম্পরায় নিজেকে দেখি আপন মনের ভাবনা লেখি দেহ মনের সাজানো খেলনা কেউ ই এখানে নয় ফেলনা আত্ম অনুসন্ধানে উত্তর পাই

কিসের ইশারা?

কিসের ইশারা? ✍️ রিন্টু সাহা শিরা উপশিরা গুলি অস্তিত্ব জানান দেয় ভিতর থেকে ক্রমশ শরীর জুড়ে অস্বস্তির ঢেউ খেলে যায় সমুদ্রের ন্যায় বেহিসেবী চলন বলনে স্নায়ুর কমে কর্মক্ষমতা দেহঘড়ির সময় বদলায় যাচ্ছেতাই ভাবে জীবনবায়ু ফুরিয়ে এলে বুঝি এমন হয়? কোন ইশারার টানে চলা কে জানে! প্রতিশ্রুতির পালাবদল ঘটেছে বারবার কেউ আমাকে তো আমিও কাউকে কাঁদিয়েছি হাসাইনি একেবারেই এমনটিও কিন্তু নয়! অন্তর আত্মা শরীর জুড়ে চিহ্নিত অবক্ষয় সময় বেশি নেই আর এমন ই মনে হয় অতৃপ্তি রয়ে যায় কতকিছু ই, এক জনমে অপূর্ণ ই রয় জীবন বোধহয় এই নিয়েই চলে, শুধু জয় আর পরাজয় শান্তিতে শুয়ে শুয়ে তৃপ্তি নিয়ে ক’জনের মৃত্যু হয়! মৃত্যুর কোলে ঢুলে অবশ শরীর নিয়ে জীবন ফুরায় তবু বেঁচে থাকার  আকুল আর্তি কোনদিন কি ভোলা যায়? সেপথে ই পাড়ি দিতে একদিন একদিন করে সময় পেরোয়--

অদৃশ্যের ডাকে

অদৃশ্যের ডাকে ✍️ রিন্টু সাহা প্রেমানুভূতি জাগ্রত হৃদয়ে মস্তিষ্ক জটিল প্রক্রিয়ায় ক্লান্ত মনের ডাকে সাড়া দেওয়া হয়না তাই দৈত্য ভর করে পার্থিব দেহে প্রিয়ার হাতছানি থেকে যায় উপেক্ষাই  দিন পেরোয় দিনের খেয়ালে কাঙ্খিত দিন আসবে হয়তো কাল আজ যে বড় আস্তে চলছে সময় এক একটা পল দীর্ঘ, কাটতে না চায় প্রিয়া ওদিকে  আশায় অপেক্ষায় শোনাই শুধু অলীক স্বপ্নের গল্প বাস্তবে হয় কাজ ভীষণ ই অল্প মনের বাঁধন হয়তো এভাবেই ঢিলা হয়

যুদ্ধবাজ তোমায় প্রশ্ন করি

যুদ্ধবাজ তোমায় প্রশ্ন করি ✍️ রিন্টু সাহা আদি অনন্তকাল ধরে এই প্রশ্ন ই বাতাসে ঘোরের সময় কে শুনতে হয় নইলে ধ্বংস ই শেষ আশ্রয় চলন থেমে যায়  সময় পেরোয় ধ্বংসস্তূপে ফুল গজায় শতাব্দী অতিক্রান্ত হয় বিভীষিকা রয়  ইতিহাস পাতায় ও সর্বশক্তিমান! তুমি শুনতে কি পাও? মানবতার বন্ধু হলে, এক্ষুণি যুদ্ধ থামাও...